Taki Govt. College

Taki Government College

[Accredited by NAAC since 26 September 2018]

Affiliated to West Bengal State University (WBSU)

Rules and Regulations

গ্রন্থাগারের নিয়মাবলী

  • স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির পর গ্রন্থাগারের কার্ড সংগ্রহ করার সময় সঙ্গে আনতে হবে কলেজে ভর্তির আসল (original) ফী বই ।
  • প্রতিবছর গ্রন্থাগারের কার্ড নবীকরণ (Renewal) করাতে হবে। নবীকরণ (Renewal) করার সময় সঙ্গে আনতে হবে সেই বছরের বর্তমান ফী বই ।
  • প্রত্যেক শ্রেণীর জন্য গ্রন্থাগারের বই নেওয়ার দিন নির্দিষ্ট করে দেওয়া আছে । বই  নেওয়ার  ক্ষেত্রে ঐ নির্দিষ্ট দিনে বই নেওয়ার স্লিপ (Book Issue Slip) পূরণ করে গ্রন্থাগারের কার্ড সহ জমা দিতে হবে।
  • স্নাতক স্তরের (UG) ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ২ টি বই এবং স্নাতকোত্তর স্তরের (PG) ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ৩ টি বই গ্রন্থাগার থেকে ধার নিতে পারবে । 
  • গ্রন্থাগারের বই ১৫ দিন পর্যন্ত রাখা যাবে। ১৫ দিনের বেশি বই রাখলে সাময়িক ভাবে বই দেওয়া বন্ধ থাকবে।
  • একই বই পর্যায়ক্রমে দুই বার নেওয়া বা ইস্যু করা যাবে। তবে বইটির জন্য অন্য কারো অনুরোধ থাকলে বইটি আর দ্বিতীয় বারের জন্য ইস্যু করা যাবে না।
  • বইয়ের কোন অংশ ছেঁড়া থাকলে বা বইয়ের পাতা না থাকলে বই নেওয়ার পূর্বে সে বিষয়ে গ্রন্থাগার কর্মীদের জানাতে হবে।
  • ইস্যুকৃত বই হারালে/ নষ্ট হলে একই বইয়ের নতুন কপি কিনে দেওয়া যাবে ।
  • গ্রন্থাগারের বই ফটোকপি (Xerox) করা আইনত অপরাধ ।  
  • বই দেওয়ার নির্দিষ্ট দিনে মহাবিদ্যালয় ছুটি থাকলে অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মহাবিদ্যালয় বন্ধ থাকলে পরের নির্দিষ্ট দিনে বই দেওয়া হবে।
  • রেফারেন্স বই পাঠকক্ষে বসে পড়ার জন্য, ঐ বই বাড়িতে দেওয়া হয় না।
  • পাঠকক্ষে বসে পড়ার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই মহাবিদ্যালয় প্রদত্ত পরিচয় পত্র (ID Card) অথবা বর্তমান ফী বই সঙ্গে রাখতে হবে।
  • গ্রন্থাগারে ব্যাগ এবং ব্যক্তিগত বই নিয়ে প্রবেশ করা যাবে না। গ্রন্থাগারের ইস্যুকৃত বই কেবল মাত্র জমা দেওয়া অথবা রি-ইস্যু করার জন্য গ্রন্থাগারে আনা যাবে, ঐ বই নিয়ে পাঠকক্ষে  প্রবেশ করা যাবে না।
  • প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষার পর গ্রন্থাগারের বই অবশ্যই জমা দিয়ে লাইব্রেরী ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। লাইব্রেরী ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া মার্কশীট পাওয়া যায় না।
  • ফাইনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার সময় লাইব্রেরী কার্ড ফেরত দেওয়া বাধ্যতামূলক ।
  • গ্রন্থাগারের পবিত্রতা ও নীরাবতা বজায় রাখা প্রত্যেকের আবশ্যিক কর্তব্য ।

গ্রন্থাগারের সময়সূচী

  • ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্মদিবসে নিম্নলিখিত  সময়সূচী অনুযায়ী গ্রন্থাগার খোলা থাকবে ।

    সোমবার ও বুধবার – সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত  ।
    মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার – সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত  ।
    শনিবার - সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ।

  • গ্রন্থাগারের পাঠকক্ষ (Reading room) খোলা থাকবে - 

    সোমবার ও বুধবার – সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত  ।
    মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার – বেলা ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত  ।
    শনিবার - সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত ।