Taki Govt. College

Taki Government College

[Accredited by NAAC since 26 September 2018]

Affiliated to West Bengal State University (WBSU)

Rules and Regulations

গ্রন্থাগারের নিয়মাবলী

  • স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির পর গ্রন্থাগার কর্তৃপক্ষ দ্বারা গ্রন্থাগারের কার্ড দেওয়ার  নির্ধারিত দিনে গ্রন্থাগারের কার্ড সংগ্রহ করতে হবে। গ্রন্থাগারের কার্ড সংগ্রহ করার সময় সঙ্গে আনতে হবে কলেজে ভর্তির আসল (original) ফী বই ।
  • প্রতিবছর গ্রন্থাগারের কার্ড নবীকরণ (Renewal) করাতে হবে। নবীকরণ (Renewal) করার সময় সঙ্গে আনতে হবে সেই বছরের বর্তমান ফী বই ।
  • প্রত্যেক শ্রেণীর জন্য গ্রন্থাগারের বই নেওয়ার এবং জমা দেওয়ার দিন নির্দিষ্ট করা আছে । বই  নেওয়ার  ক্ষেত্রে ঐ নির্দিষ্ট দিনে বই নেওয়ার স্লিপ (Book Issue Slip) পূরণ করে গ্রন্থাগারের কার্ড সহ  জমা  দিতে হবে।  
  • স্নাতক স্তরের (UG) ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ২ টি বই এবং স্নাতকোত্তর স্তরের (PG) ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ৩ টি বই গ্রন্থাগার থেকে ধার নিতে পারবে । 
  • গ্রন্থাগারের বই ১৫ দিন পর্যন্ত রাখা যাবে। ১৫ দিনের বেশি বই রাখলে সাময়িক ভাবে বই দেওয়া বন্ধ থাকবে।
  • একই বই পর্যায়ক্রমে দুই বার নেওয়া বা ইস্যু করা যাবে। তবে বইটির জন্য অন্য কারো অনুরোধ থাকলে বইটি আর দ্বিতীয় বারের জন্য ইস্যু করা যাবে না।
  • বইয়ের কোন অংশ ছেঁড়া থাকলে বা বইয়ের পাতা না থাকলে বই নেওয়ার পূর্বে সে বিষয়ে গ্রন্থাগার কর্মীদের জানাতে হবে।
  • ইস্যুকৃত বই হারালে/ নষ্ট হলে একই বইয়ের নতুন কপি কিনে দেওয়া যাবে ।
  • গ্রন্থাগারের বই ফটোকপি (Xerox) করা আইনত অপরাধ ।  
  • বই দেওয়ার নির্দিষ্ট দিনে মহাবিদ্যালয় ছুটি থাকলে অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মহাবিদ্যালয় বন্ধ থাকলে পরের নির্দিষ্ট দিনে বই দেওয়া হবে।
  • রেফারেন্স বই পাঠকক্ষে বসে পড়ার জন্য, ঐ বই বাড়িতে দেওয়া হয় না।
  • পাঠকক্ষে বসে পড়ার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই মহাবিদ্যালয় প্রদত্ত পরিচয় পত্র (ID Card) অথবা বর্তমান ফী বই সঙ্গে রাখতে হবে।
  • গ্রন্থাগারে ব্যাগ এবং ব্যক্তিগত বই নিয়ে প্রবেশ করা যাবে না। গ্রন্থাগারের ইস্যুকৃত বই কেবল মাত্র জমা দেওয়া অথবা রি-ইস্যু করার জন্য গ্রন্থাগারে আনা যাবে, ঐ বই নিয়ে পাঠকক্ষে  প্রবেশ করা যাবে না।
  • প্রতি সেমিস্টার  শেষে লাইব্রেরীর বই জমা দিয়ে লাইব্রেরী কার্ড সংগ্রহ করতে হবে এবং ফাইনাল সেমিস্টারের শেষে লাইব্রেরীর বই জমা দিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে । শেষ সেমিস্টারে ক্লিয়ারেন্স সার্টিফিকেট  ও অন্যান্য সেমিস্টার গুলিতে লাইব্রেরী কার্ড ছাড়া মার্কশীট পাওয়া যাবে না।
  • ফাইনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার সময় লাইব্রেরী কার্ড ফেরত দেওয়া বাধ্যতামূলক ।
  • গ্রন্থাগারের পাঠকক্ষে মোবাইল ফোনে কথা বলা যাবে না ।
  • গ্রন্থাগারের পাঠকক্ষে কোন রকম ফটো অথবা সেলফি তোলা যাবে না। তবে গ্রন্থাগার কর্তৃপক্ষর অনুমতি সাপেক্ষে কোন নথির ফটো তোলা যেতে পারে।
গ্রন্থাগারের পবিত্রতা ও নীরবতা বজায় রাখা প্রত্যেকের আবশ্যিক কর্তব্য ।

Rules and Regulations

  • STUDENTS HAVE TO COLLECT THEIR LIBRARY CARD ON THE PARTICULAR DAY FIXED BY THE LIBRARY AUTHORITY AFTER TAKING ADMISSION INTO UNDER GRADUATE AND POST GRADUATE CLASSES. STUDENTS MUST CARRY THEIR ORIGINAL FEE BOOK WHILE COLLECTING THE LIBRARY CARD.
  • LIBRARY CARD HAS TO BE RENEWED EVERY YEAR. STUDENTS MUST CARRY THEIR ORIGINAL FEE BOOK OF THE PRESENT YEAR DURING RENEWAL.
  • EACH AND EVERY CLASS HAS FIXED DAYS FOR ISSUING AND RETURNING OF LIBRARY BOOKS. IN CASE OF ISSUING BOOKS STUDENTS HAVE TO FILL UP THE BOOK ISSUE SLIP AND DEPOSIT THE SLIP ALONG WITH THE LIBRARY CARD ON THE PARTICULAR DAY.
  • UNDERGRADUATE STUDENTS CAN BORROW MAXIMUM 2 BOOKS AND POST GRADUATE STUDENTS CAN BORROW MAXIMUM 3 BOOKS AT A TIME.
  • STUDENTS CAN KEEP AN ISSUED BOOK FOR A PERIOD OF 15 DAYS. IF A STUDENT DOES NOT RETURN THE ISSUED BOOKS WITHIN 15 DAYS, HIS/HER LIBRARY CARD MAY BE BLOCKED TEMPORARILY.
  • THE BOOK CAN BE REISSUED FURTHER TWO TIMES CONSECUTIVELY. BUT, IF THE BOOK IS ON DEMAND, THEN IT MAY NOT BE REISSUED FOR THE SECOND TIME.
  • BORROWERS MUST BE CAREFUL ABOUT THE PHYSICAL CONDITION OF THE BOOKS BEFORE GETTING IT ISSUED. ANY DISCREPANCY SHOULD BE BROUGHT TO THE NOTICE OF THE LIBRARY STAFF BEFORE ISSUING. OTHERWISE THEY WILL BE HELD RESPONSIBLE FOR ANY DAMAGE LATER OR AT THE TIME OF RETURN.
  • IN CASE OF LOSS OR DAMAGE OF ANY ISSUED BOOK, THE BORROWER MAY REPLACE THE BOOK BY A NEW COPY OF THE SAME BOOK.
  • PHOTOCOPYING OF ANY LIBRARY BOOK IS STRICTLY PROHIBITED.
  • ON THE PARTICULAR DAY OF BOOK ISSUE OF ANY CLASS, IF THE INSTITUTION REMAINS CLOSED DUE TO HOLIDAY OR NATURAL CALAMITIES, BOOKS WILL BE CIRCULATED ON THE NEXT SPECIFIC DAY FOR THAT CLASS.
  • REFERENCE BOOKS ARE ONLY FOR READING ROOM USAGE, THEY WILL NOT BE ISSUED.
  • STUDENTS MUST CARRY THEIR COLLEGE IDENTITY CARD OR THE PRESENT FEE BOOK FOR STUDYING IN READING ROOM.
  • ALL PERSONAL BELONGINGS, SUCH AS BOOKS, BAG ETC. ARE NOT ALLOWED INTO THE LIBRARY. AN ISSUED BOOK CAN ONLY BE BROUGHT INTO THE LIBRARY FOR THE PURPOSE OF RETURNING OR REISSUING. ISSUED BOOKS ARE NOT ALLOWED TO CARRY INTO THE LIBRARY READING ROOM.
  • AT THE END OF EVERY SEMESTER, STUDENTS MUST COLLECT THEIR LIBRARY CARDS AFTER RETURNING THE ISSUED BOOKS AND AT THE END OF THE FINAL SEMESTER, STUDENTS MUST COLLECT LIBRARY CLEARANCE CERTIFICATE AFTER RETURNING ISSUED BOOKS. IT MUST BE NOTED THAT WITHOUT LIBRARY CARD OR LIBRARY CLEARANCE CERTIFICATE, STUDENTS WILL NOT GET THEIR MARKSHEET.
  • IT IS OBLIGATORY TO DEPOSITE THE LIBRARY CARD WHILE COLLECTING FINAL CLEARANCE CERTIFICATE FROM THE LIBRARY.
  • USE OF CELL PHONES IS NOT ALLOWED IN THE READING ROOM.
  • TAKING SELFIES OR PHOTOS IN THE READING ROOM IS STRICTLY PROHIBITED. BUT STUDENTS CAN TAKE PHOTOS OF ANY DOCUMENT WITH THE PERMISSION OF LIBRARY AUTHORITY.
  • ALL READERS ARE REQUIRED TO MAINTAIN PERFECT SILENCE AND DISCIPLINE IN THE LIBRARY.

গ্রন্থাগারের সময়সূচী

  • ছুটির দিন ব্যতীত অন্যান্য কর্মদিবসে নিম্নলিখিত  সময়সূচী অনুযায়ী গ্রন্থাগার খোলা থাকবে ।

    সোমবার ও বুধবার – সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত  ।
    মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার – সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত  ।
    শনিবার - সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ।

  • গ্রন্থাগারের পাঠকক্ষ (Reading room) খোলা থাকবে - 

    সোমবার ও বুধবার – সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত  ।
    মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার – বেলা ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত  ।
    শনিবার - সকাল ১০.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত ।